বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
ভারত থেকে ফেরত এলো ৬ বাংলাদেশি

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২৫ ইং
সীমান্তে ভারতীয় নাগরিক আটক

চুয়াডাঙ্গার মহেশপুর সীমান্ত দিয়ে দুই দফায় মোট ছয়জন বাংলাদেশি নারী ও শিশুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির কাছে হস্তান্তর করেছে। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার পৃথক সময় ও ভিন্ন সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশিকে হস্তান্তর করা হয়। প্রথম ঘটনায় গতকাল বেলা ১১টা ২০ মিনিটে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ বর্ণবাড়িয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বাঘাডাঙ্গা বিওপি কমান্ডারকে জানান যে, অবৈধভাবে ভারতে অবস্থানকারী চারজন বাংলাদেশি (এর মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু) ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বিএসএফ সদস্যরা আটক করে। পরে বিএসএফ তাদের পরিচয়, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবির কাছে পাঠায় এবং তাদের ফেরত নিতে অনুরোধ জানায়।


পরবর্তীতে বিজিবি কর্তৃক তথ্য যাচাই-বাছাই শেষে একই দিন বিকাল ৩টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ৬২/৩৭-আর এর নিকট শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর‌্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের বিএসএফ-এর কাছ থেকে গ্রহণ করা হয়। বর্তমানে তাদের মহেশপুর থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।



দ্বিতীয় ঘটনায়, দুপুর ১২টায় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ কুমারীপাড়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের খোসালপুর বিওপি কমান্ডারকে জানান যে, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে দুইজন বাংলাদেশি নারীকে বিএসএফ আটক করেছে। পরবর্তীতে তাদেরও পরিচয় নিশ্চিত করে বিকাল ৫টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ৬০/৮৭-আর এর নিকট শূন্যরেখায় বিওপি কমান্ডার পর‌্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়।
এই দুই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করার কার‌্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান। তিনি শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 


    এদিকে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন বাঘাডাঙ্গা বিওপির নিয়মিত টহল দলের অভিযানে তাকে আটক করা হয়। সীমান্ত পিলার ৬০/৩৩-আর থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের একটি ব্রিজের উপর থেকে আটক করা হয় রঞ্জিত কুমার (৫৬) নামে ওই ভারতীয় নাগরিককে। তার পিতার নাম প্রফুল্লাহ কুমার ও মাতার নাম ফুলকুমারী। বাড়ি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শিতারামপুর জেলার রামপুরমথুরা থানার বাসুরা গ্রামে।


টহল দলের নেতৃত্বে ছিলেন সুবেদার মো. আতিয়ার রহমান। আটককৃত রঞ্জিত কুমারকে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। 



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল