বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বারি হলুদ-৪ জাতের ওপর মাঠ দিবস

  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০২৫ ইং
আলমডাঙ্গায় বারি হলুদ-৪ জাতের ওপর মাঠ দিবস

আলমডাঙ্গায় বারি হলুদ-৪ জাতের উৎপাদন কর্মসূচির ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের পারদূর্গাপুর গ্রামের মাঠে এ মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। ‘মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের মধ্য-পশ্চিমাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণ” শীর্ষক প্রকল্পের অর্থায়নে ও বাস্তবায়নে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।




অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-প্রকল্প পরিচালক (ডিপিডি) ড. জাহান আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া মৃত্তিকা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল মওলা। কুষ্টিয়া সগবি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুন হুসাইনের সঞ্চালনায় মাঠ দিবসে কুষ্টিয়া সগবি বৈজ্ঞানিক সহকারী (এসও) মো. রাসেল কবীর তরফদার বক্তব্য দেন। এসময় কৃষকদের মধ্যে বক্তব্য দেন কৃষক মো. মতিয়ার রহমান।




প্রধান অতিথি বলেন, ‘হলুদের যে বীজগুলো দেয়া হয়েছে, তা বগুড়া থেকে এসেছে। আমাদের মসলা গবেষণা কেন্দ্রের গবেষণায় উন্নত জাতের হলুদ। সব বিক্রি করে দেবেন না। কিছু বীজও রাখবেন। এই বারী হলুদের কোয়ালিটি খুব ভালো। অল্প দিলে বেশি রং হবে। আবার ভাঙ্গানোর সময় বেশি গুড়া তথা ফলন হয়। জাতগুলো ধরে রাখার চেষ্টা করবেন।’



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল