চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঁঝরী গ্রামে পুকুরে মাছ রক্ষার জন্য পাতা বিদ্যুতের ফাঁদে জড়িয়ে চান মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত পুকুর মালিকের দোকানে আগুন ধরিয়ে দেয়। নিহত চান মিয়া ঝাঁঝরী গ্রামের সাহেব আলীর ছেলে। গতকাল রোববার সকাল ৮টার দিকে তিনি গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান। এসময় পুকুরপাড়ে রাখা বৈদ্যুতিক মোটরের পাশে পানি পান করতে গেলে বিদ্যুতায়িত ফাঁদে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
স্থানীয়রা জানান, পুকুরটি কেরু অ্যান্ড কোম্পানির ঝাঁঝরী কৃষি খামার থেকে লিজ নিয়ে পরিচালনা করছিলেন আব্বাস আলী নামের এক ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে মাছ রক্ষায় পুকুরপাড়ে জি.আই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করে রেখেছিলেন। এতে মাঝে মাঝে বন্যপ্রাণী মারা পড়লেও এদিন প্রাণ গেল এক তরুণের। ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঘটনাস্থলে গিয়ে আব্বাস আলীর মোটরঘর ও তার ছেলে সাইদুরের মুদি দোকানে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, আব্বাস আলী শুধু মাছ চাষই নয়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথেও জড়িত। তার এই পুকুরপাড়ই ছিল প্রধান অবস্থান। নিহতের বাবা সাহেব আলী বলেন, ‘ছেলে সকালবেলায় মাঠে ঘাস কাটতে যায়। পুকুরপাড়ে মোটর চলতে দেখে পানি খেতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।’
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ময়নাতদন্ত করে সন্ধ্যা ৬টায় নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।