বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২৫ ইং
গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ফাহিম হোসেন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে। জানা যায়, জোড়পুকুরিয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে ফাহিমসহ ৮ থেকে ১০ জন সহপাঠী মিলে বাড়ির পাশে ওই বিদ্যালয়ের পুকুরে গোসল করছিল।


গোসলের এক পর্যায়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশু ফাহিম। অনেক খোঁজাখুঁজির পর সাড়া না পেয়ে সহপাঠীরা পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা এসে ফাহিমের নিথর দেহ পানিতে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও খোঁজ খবর নেয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল