চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধামে অগ্নিকাণ্ডে পুড়ে ক্ষতিগ্রস্ত লন্ড্রি দোকান পরিদর্শন করে সহায়তা প্রদান করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিক শ্রী মণ্টু বিশ্বাসের সঙ্গে কথা বলেন এবং তাঁর ক্ষতিপূরণের লক্ষ্যে সহায়তার হাত বাড়িয়ে দেন।
দোকান মালিক শ্রী মণ্টু বিশ্বাস বলেন, ‘হঠাৎ করে আগুন লেগে মুহূর্তের মধ্যে দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়। এতে আমি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছি। এমন সময়ে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ আমার মতো অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশের শেষ হবে না।’
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দলীয় পরিচয় বা মতাদর্শ নয়, বিপদে মানুষের পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। জনগণই আমাদের শক্তি, তাদের কষ্টের সময়ে পাশে দাঁড়ানোই রাজনীতির প্রকৃত উদ্দেশ্য। আমি মনে করি পাশে দাঁড়িয়ে সামান্য সহযোগিতার হাত বাড়ালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পুনরায় ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। সেই প্রয়াসে খবর পেয়ে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মণ্টুর লন্ড্রি দোকানে উপস্থিত হয়েছি। আমি তার প্রতি সর্বাত্মক সহযোগিতার জন্য স্থানীয় নেতা-কর্মীদের আহ্বান জানিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি বা পরিবারগুলো এমন দুর্ভাগ্যের শিকার হন, তাদের পুনর্বাসন ও সহযোগিতার জন্য আমরা দলীয়ভাবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানবিকতার জায়গা থেকেই বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।’
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুল মাস্টার, মিলন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম বাবু, সাবেক ছাত্রনেতা হাসিবুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া হোসেন শান্তসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।