মেহেরপুরের গাংনীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোত্তালিব আলী, সমাজসেবা অফিসার আরশেদ আলী, মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, গোলাম মোস্তফা, ইয়াসিন উদ্দীন, আব্দুল বাকী প্রমুখ।