আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামে জমি বিষয় নিয়ে বিরোধের জেরে পিতা-পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এ ঘটনায় মধুপুর গ্রামের তুরাপ মন্ডলের ছেলে মো. বাবলুর রহমান (৪২) আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাবলুর রহমান ও তার বাবা গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জমিতে সেচ দিচ্ছিলেন। এমন সময় মো. গোলাপ আলী (৭০), জুনাব আলী (৫০), মো. আসাদুল (২৫), ইমাদুল হোসেন (১৮) ডা. মো. সালাম (৪০), মো. ইকলাস (৫০) তাদের ওপর হামলা করেন। এতে তারা গুরত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী হাসপাতালে নিয়ে গেলে কতার্যরত চিকিৎসক বাবলুর মাথায় ১২/১৩টি সেলাই এবং তার বাবার মাথায় ২০/২২টি সেলাই দেয়। এ ঘটনায় তারা আলমডাঙ্গা থানায় গতকাল লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘আমরা মামলা নিয়েছি, তদন্ত পূর্বক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’