বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হলেন আলমডাঙ্গার সন্তান প্রফেসর খোন্দকার কামাল হাসান

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০২৫ ইং
যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হলেন আলমডাঙ্গার সন্তান প্রফেসর খোন্দকার কামাল হাসান

আলমডাঙ্গার কৃতী সন্তান প্রফেসর খোন্দকার কামাল হাসান যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রকাশিত হয়। সেখানে প্রফেসর খোন্দকার কামাল হাসানকে প্রেষনে যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন।

প্রফেসর খোন্দকার কামাল হাসান আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের সন্তান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ হতে প্রথম শ্রেণিতে অনার্স-মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৯৯৩ সালের নভেম্বর মাসে মেহেরপুর সরকারি কলেজে পদার্থবিজ্ঞান প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৪ সালের নভেম্বর মাসে তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বদলি হন। সেখান তিনি দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করেন। একজন দক্ষ ও গুণী শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের নিকট অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ২০০৪ সালে পদোন্নতির পর হতে তিনি বিভিন্ন সরকারি কলেজে সুনামের সাথে শিক্ষকতা করেন।

২০১১ সালে তিনি গাবতলী সরকারি কলেজ, বগুড়ায় উপাধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। সেখানে প্রায় ৫ বছর সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের পর তিনি পুনরায় সরকারি আজিজুল হক কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে বদলি হয়ে আসেন। এ বিভাগে শিক্ষকতা করাকালে ২০১৮ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে অধ্যাপনা চালিয়ে যেতে থাকেন। ২০২১ সালের এপ্রিল মাসে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়ে তিনি মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজে যোগদান করেন।

উক্ত কলেজে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনকালে ২০২৩ সালের নভেম্বর মাসে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি পদায়নপ্রাপ্ত হন। ২০২৩ সালের ১৪ নভেম্বর হতে ২০২৪ সালের ২৭ অক্টোবর পর্যন্ত তিনি সততা, দক্ষতা ও সুনামের সাথে সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীর নিকট অত্যন্ত প্রিয় ও গ্রহণযোগ্য ছিলেন। এক সরকারি আদেশ বলে তিনি ২০২৪ সালের ২৯ অক্টোবর মাউশিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

এদিকে, প্রফেসর খোন্দকার কামাল হাসান যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম, সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী, আলাউদ্দিন পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক খন্দকার ইকবাল হাসান প্রমুখ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ