শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দৈনিক সকালের খবর বন্ধ ঘোষণা

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০১৭ ইং
দৈনিক সকালের খবর বন্ধ ঘোষণা
সমীকরণ ডেস্ক: বন্ধ হয়ে গেল বহুল প্রচারিত খবরের কাগজ ‘দৈনিক সকালের খবর’। ছয় বছর পর বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে র‌্যাংগস গ্রুপের মালিকানাধীন পত্রিকাটি বন্ধের ঘোষণা দেন কর্তৃপক্ষ। সকালের খবরের সম্পাদক (ভারপ্রাপ্ত) কমলেশ রায় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, আপাতত পত্রিকাটির প্রিন্ট ভার্সন বন্ধ থাকবে। তবে অনলাইন চালু থাকবে। র‌্যাংগস গ্রুপের প্রতিনিধিরা তেজগাঁওয়ের কার্যালয়ে এসে পত্রিকাটি বন্ধের ঘোষণা দেন। কমলেশ রায় আরও বলেন, ওয়েজ বোর্ডের নিয়ম-কানুন মেনে সংবাদকর্মীদের দেনা-পাওনা মিটিয়ে দেয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক পত্রিকায় কর্মরত এক সাংবাদিক বলেন, গতকাল বৃহস্পতিবার বিকালে মালিকপক্ষ পত্রিকাটি বন্ধ ঘোষণা করেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, খুব শিগগিরই সাংবাদিক-কর্মচারীদের সমুদয় পাওনাদি পরিশোধ করা হবে। প্রসঙ্গত, ২০১১ সালের মে মাসে র‌্যাংগস গ্রুপের অর্থায়নে রোমো রউফ চৌধুরীর প্রকাশনায় নতুন আঙ্গিকে পত্রিকাটি বের হয়। পত্রিকাটি বন্ধের ঘোষণায় সাবেক ও বর্তমান অনেক কর্মী, শুভাকাক্সক্ষী মর্মাহত হয়েছেন।


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা