বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইসলামি সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৬-০৫-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় ইসলামি সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রতিবেদক, হিজলগাড়ী: ফেসবুক গ্রুপ চুয়াডাঙ্গা পরিবার কর্তৃক পবিত্র রমজান মাসে আয়োজিত ইসলামি সংগীত প্রতিযোগিতা সিজন-৩ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গার মোবাইল বিক্রয় প্রতিষ্ঠান নাফি টেলিকম শো-রুমে ইসলামি সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চুয়াডাঙ্গা পরিবারের সাথে আছি। চুয়াডাঙ্গা পরিবার জেলাবাসীর কল্যাণে কাজ করে অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, নাফি টেলিকমের স্বত্বাধিকারী মাইনুল হাসান রিপন, চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক জহিরুল ইসলাম জনি, পরিচালক (তথ্য ও প্রচার) নয়ন আহমেদ, চুয়াডাঙ্গা পৌর পরিচালক মো. শান্ত, তারিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিচালক মেহেদী হাসান সম্রাট, আলমডাঙ্গা উপজেলা পরিচালক আব্দুল মজিদসহ ইসলাম সংগীত প্রতিযোগিতার বিজয়ী দেলোয়ার হোসেন, আবু সুফিয়ান ও শাহ আলম ইসলাম। চুয়াডাঙ্গার নাফি টেলিকমের সৌজন্যে অনলাইন ভিত্তিক এ ইসলামি সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত