মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিকিৎসকের চেম্বার ও অপারেশন থিয়েটার সিলগালা

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০২২ ইং
চিকিৎসকের চেম্বার ও অপারেশন থিয়েটার সিলগালা
দুই প্রতিষ্ঠানের পরিবেশ প্রতিকূল হওয়ায় বন্ধ রাখার নির্দেশ দিলেন ইউএনও আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দাঁতের চিকিৎসার পর রুবেল নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ডা. হান্নানের চেম্বার ও ফাতেমা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার বিকেল চারটায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে দাঁতের চিকিৎসক ডা. হান্নানের চেম্বার ও ফাতেমা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর এই অভিযান পরিচালনা করেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর বলেন, ‘আলমডাঙ্গায় দাঁতের চিকিৎসার পর যুবকের মৃত্যুর ঘটনায় ডেন্টাল চিকিৎসকের মডার্ন ডেন্টাল কেয়ার ও ফাতেমা ক্লিনিক পরিদর্শন করা হয়। এসময় দুই প্রতিষ্ঠানের পরিবেশ প্রতিকূল হওয়ায় ডা. আব্দুল হান্নানের চেম্বার ও ফাতেমা ক্লিনিকের অপারেশন থিয়েটার সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিল স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের একটি টিম। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে দাঁতের চিকিৎসার জন্য আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে যান রুবেল নামের এক যুবক। এসময় ক্লিনিকের চিকিৎসক ডা. আব্দুল হান্নান আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকের অপারেশন থিয়েটারে তাঁর দাঁতের অপারেশন করেন। অপারেশনের পরেই রুবেল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ডা. আব্দুল হান্নান আশঙ্কাজনক অবস্থায় রুবেলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। মেডিকেল কলেজ হাসপতালে নেওয়ার পথে রুবেলের মৃত্যু হয়।


কমেন্ট বক্স
notebook

পরীক্ষায় অনুপস্থিতদেরও উত্তীর্ণের অভিযোগ, সমালোচনার ঝড়