সাংবাদিক মোজাম্মেল শিশিরের চাচতো ভাইয়ের ইন্তেকাল
- আপলোড তারিখঃ ০৯-০৩-২০২২ ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার রঘুনাথপুরে আব্দুল হাইয়ের বড় ছেলে ও সাংবাদিক মোজাম্মেল শিশিরের চাচতো ভাই সোহরাব হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। মৃত্যুকালে তিনি পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তানসহ মা-বাবা, ভাই-বোন, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল ৯টায় রঘুনাথপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হবে। এদিকে, সাংবাদিক মোজাম্মেল শিশিরের চাচতো ভাই সোহরাব হোসেনের দৈনিক সময়ের সমীকরণ পরিবার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
কমেন্ট বক্স