সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাখিভ্যানের সংঘর্ষে আহত ২

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২০ ইং
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাখিভ্যানের সংঘর্ষে আহত ২
নিজস্ব প্রতিবেদক: চুয়ডাঙ্গার ভালাইপুরে মোটরসাইকেল ও পাখিভ্যানের সংঘর্ষে দুইজন গুরুত্বর আহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভালাইপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা খেয়াঘাটপাড়ার শুকুর আলীর ছেলে ইদ্রিস মিয়া (৪০) ও আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর বাজারপাড়ার নূর ইসলামের ছেলে ইসমাঈল হোসেন (৩৫)। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে এনে ভর্তি করে। জানা যায়, গতকাল রাতে আলমডাঙ্গার কুলপালা থেকে পাখিভ্যানযোগে স্বপরিবারে বাড়ি ফিরছিলেন হাতিকাটা খেয়াঘাটপাড়ার ইদ্রিস মিয়া। এ সময় ইসমাঈল হোসেন রুইতনপুর থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। পথের মধ্যে ভালাইপুর মোড়ে পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানের সঙ্গে পিছন থেকে ধাক্কা মারলে ইসমাঈল হোসেন ও পাখিভ্যান আরোহী ইদ্রিস মিয়া গুরুত্বর জখম হন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান আহতদের আঘাত গুরুত্বর হওয়ায় তাদেরকে তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।


কমেন্ট বক্স