যাঁর যেমন মেধা, তাঁকে তেমন অবস্থানে কাজে লাগাতে হবে
- আপলোড তারিখঃ ০৭-১০-২০১৯ ইং
চুয়াডাঙ্গা টিটিসিতে নিরাপদ অভিবাসন-সংক্রান্ত মতবিনিময় সভায় ডিসি নজরুল ইসলাম
বিশেষ প্রতিবেদক:
দক্ষ হয়ে বিদেশ যাওয়ার তাগিদ দিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, ‘কাজ শিখে দক্ষ না হয়ে বিদেশ যাওয়ার কারণে বাংলাদেশি কর্মীদের বেতন অনেক কম। আমাদের দেশের ছেলে-মেয়েরা শুধু অনার্স-মাস্টার্স করলেই নিজেকে শিক্ষিত মনে করে। পরে এর মধ্যে অধিকাংশই বেকার থেকে যায়। এ কারণে যাঁর যেমন মেধা, তাঁকে তেমন অবস্থানে কাজে লাগাতে হবে।’
গতকাল রোববার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ব্যাংকিংয়ের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বৃত্তি প্রদান ও নিরাপদ অভিবাসন-সংক্রান্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন। টিটিসির অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমাদের দেশের তরুণ সমাজ অনেক মেধাবী। তাই তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। কারণ এ বয়সে যেকোনো কাজ করার ক্ষমতা খুব বেশি থাকে। তাই এ শক্তিকে কাজে লাগাতে পারলে সরকারের ২০৪১ সালের স্বপ্ন অনেকাংশেই বাস্তবায়ন হবে। এখন শুধু বিদেশ নয়, নিজ দেশে থেকেও উদ্যোক্তা হয়ে অনেক ভালো কিছু করা যায়।’
চলমান মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেইনেন্স কোর্সের শিক্ষার্থীদের লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে বিআরটিএর পরীক্ষা-সংক্রান্ত সুবিধা-অসুবিধার কথা শুনে জেলা প্রশাসক বলেন, আগামীতে টিটিসির ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের জন্য আলাদা বোর্ড বসানো হবে, যেন সাধারণ লাইসেন্স প্রত্যাশীদের সঙ্গে টিটিসির প্রশিক্ষণার্থীদের জটিলতা সৃষ্টি না হয়। এ ছাড়াও টিটিসিতে পানি সমস্যা নিরসন ও স্কাউটিং চালুর ব্যাপারে গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘বিদেশ যেতে হলে কথা ও কাজে দক্ষ হয়ে বৈধ পথে যেতে হবে। বৈধভাবে বিদেশ গেলে অর্থ ও সম্মান দুটোই পাওয়া যায়। দক্ষতা ও জ্ঞান যাঁর যত বেশি হবে, তাঁর আয় তত বেশি হবে। সৃষ্টিকর্তা কাউকে কম দেননি। নিজের মেধা কাজে লাগিয়ে এমন কিছু করতে হবে, যেন নিজে স্বাবলম্বী হওয়া যায় এবং দেশের সুনাম বাড়ানো যায়। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, অবৈধ পথে বিদেশ যাব না, অবৈধ উপায়ে টাকা পাঠাব না। কারণ হুন্ডি চোরাচালান জাতীয় উন্নয়নের অন্তরায়।’
টিটিসির ইংরেজি বিভাগের ইন্সট্রাক্টর শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ কর্মকর্তা মনিরুজ্জামান, ইকবাল হাসান, শাহজালাল ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার এ বি এম আহসানুল কবির ও ডিবিবিএল এজেন্ট রাহাব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জামাল আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গার্মেন্টস বিভাগের ইন্সট্রাক্টর আলামিন বিশ্বাস এবং শুভেচ্ছা বক্তব্য দেন সিভিল বিভাগের ইন্সট্রাক্টর ময়নুল ইসলাম শুভ।
আলোচনা সভা শেষে বিদেশ গমনেচ্ছুক ৫০ জন পুরুষ ও ১০ জন মহিলা প্রশিক্ষণার্থী এবং প্রতিষ্ঠানের সাতটি ট্রেড্রের ১৩৪ জন শিক্ষার্থীকে ব্যাংকিংয়ের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়।
কমেন্ট বক্স