মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পৃথক দুটি মামলা, আসামি শতাধিক ব্যক্তি

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০১৯ ইং
পৃথক দুটি মামলা, আসামি শতাধিক ব্যক্তি
চুয়াডাঙ্গার আমিরপুরে ছুরিকাঘাতে ও গণপিটুনিতে নিহতের ঘটনায় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের আমিরপুরে ছুরিকাঘাতে ও গণপিটুনিতে নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। ছুরিকাঘাতে নিহতের ঘটনায় কিশোরী সুমাইয়ার নানি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। গণপিটুনিতে নিহতের ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করে আরও একটি হত্যা মামলা করে। গত শনিবার রাতে এ পৃথক দুটি মামলা চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা হয়। পুলিশ বলছে, মামলা রুজু হওয়ার পর থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান জানান, গত শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক দুটি হত্যাকা-ের ঘটনায় মামলা রুজু হয়েছে। কিশোরীর নানি বুলবুলি খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। আর গণপিটুনির ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মুহিতুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। তিনি আরও জানান, মামলা দুটির তদন্ত চলছে। এ ঘটনায় যারাই জড়িত থাক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের গৃহকর্তা হাসানুজ্জামানের বাড়িতে কিশোরী সুমাইয়াকে অপহরণের চেষ্টা করেন ঘাতক আকবর আলী। এ সময় কিশোরী চিৎকার করলে তার মামা হাসানুজ্জামান, নানা হামিদুল ইসলাম ও তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন আকবর আলী। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামা হাসানুজ্জামানকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই ঘাতক আকবর আলী গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হন। গত শনিবার সকালে লাশ দুটি ময়নতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

পরীক্ষায় অনুপস্থিতদেরও উত্তীর্ণের অভিযোগ, সমালোচনার ঝড়