দলকে সংগঠিত করে দলীয় কার্যক্রম গতিশীল করতে হবে
- আপলোড তারিখঃ ২০-০৪-২০১৯ ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বৈঠকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু
আগামী ৫ মে’র মধ্যে চারটি উপজেলা ও চারটি পৌর এলাকায় সম্মেলন- বাবু খান
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
‘দলকে সংগঠিত করে দলীয় কার্যক্রম গতিশীল করতে হবে। যারা দলীয় নেতাকর্মীদের উস্কানি দিয়ে বিভাজন সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আজ থেকে আহবায়ক কমিটি ব্যতীত, মূল দলের সকল কমিটির কার্যক্রম বাতিল করা হলো।`
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টায় জেলা বিএনপি’র আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মাহমুদ হাসান খান বাবু’র জীবননগরের আন্দুলবাড়ীয়াস্থ বাসভবনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূনর্গঠিত আহবায়ক কমিটির প্রথম আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।
সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মাহমুদ হাসান খান বাবু আহবায়ক কমিটির নেতৃবৃন্দের নানা ক্ষোভ ও প্রশ্নের উত্তরে বলেন, আগামী ৫ মে’র মধ্যে ৪টি উপজেলা ও ৪টি পৌর এলাকার সম্মেলন করে কমিটি গঠন করতে হবে। জেলা সদরে একটি দলীয় অফিস থাকবে। এ অফিস থেকে দলের সকল কার্যক্রম পরিচালনা করা হবে। কোন ব্যক্তি বিশেষের একাধিক কোন অফিস থাকবে না। এ ধরণের অফিস করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
যুগ্ম আহবায়ক ওয়াহেদুজ্জামান বুলা’র উপস্থানায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম ও বাবু জয়ন্ত কুমার কু-। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটি যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জীবননগর পৌরসভার সাবেক মেয়র হাজী নোয়াব আলী, সরদার আলী হোসেন, এম জেনারেল ইসলাম, লে. কর্ণেল (অব:) সৈয়দ কামরুজ্জামান, এ্যাড. এম শাহজাহান মুকুল, সিরাজুল ইসলাম মনি, সহিদুল কাউনাইন টিলু, এস কে সাদী, সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, রউফুন নাহার রিনা, সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু, ফরিদুল ইসলাম শিপলু, সাবেক চেয়ারম্যান খাজা আবুল হাসনাত, আক্তারুজ্জামান, আজিজুর রহমান পিন্টু, শহিদুল ইসলাম রতন, এ্যাড. শামীম রেজা, আবু জাফর মন্টু, জাহানারা বেগম, আবু বক্কর সিদ্দিক আবু, রবিউল ইসলাম বাবলু, আবু আলা সামসুজ্জামান, আব্দুল খালেক, এমদাদুল হক ডাবু, শাহজাহান কবীর, ইসরাফ হোসেন, আব্দুল জব্বার বাবলু, আনোয়ার হোসেন, আনজু মনোয়ারা, শাওন তরফদার ও মিলিমা ইসলাম বিশ^াস মিলি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হবি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল।
উল্লেখ্য, জেলা আহবায়ক কমিটির ৪৮ জন সদস্য মধ্যে এ সভায় ৩৯ জন সদস্য উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স