ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে প্রবাসীদের হয়রানি বন্ধে আহ্বায়ক কমিটি গঠন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • / ৫৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
বাংলাদেশে যাওয়ার পর প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এবং প্রবাসী নিরাপত্তা আইন পাশের দাবিতে ভেনিসের বাংলাদেশি কমিউনিটির ব্যানারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মেসত্রের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আলম। আকবর হোসেন বেপারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির প্রধান উপদেষ্টা পলাশ রহমান।

আলোচনা সভা শেষে ইতালি প্রবাসী ব্যবসায়ী চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলমকে আহ্বায়ক এবং আকবর হোসেন বেপারীকে সদস্য সচিব করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পলাশ রহমান বলেন, ‘ঢাকার এয়ারপোর্ট থেকে শুরু করে দেশের প্রতিটি পদে প্রবাসীরা হয়রানির মুখোমুখি হন। প্রবাসীদের পরিবারগুলোও সুরক্ষা পায় না। তাদেরও নানাভাবে হয়রানির মধ্যে ফেলা হয়। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অক্সিজেন। দেশের বর্তমান রিজার্ভ সংকটের মধ্যে তারা আপ্রাণ চেষ্টা করছেন সংকট মোকাবিলা করতে। অথচ প্রবাসীরা দেশে যোগ্য সম্মান পান না। প্রবাসী এবং তাদের পরিবারের নিরাপত্তা দিতে সংসদে বিশেষ আইন পাশ করতে হবে।’

সভায় থেকে বক্তব্য আরও বক্তব্য দেন, ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি কাশেম শিকদার, সাংবাদিক জুম্মন অনিক, আইনুদ্দিন মিয়া, বাচ্চু হাওলাদারসহ আরও অনেকে।

সভায় উপস্থিত অতিথিরা বাংলাদেশে প্রবাসী ও তাদের পরিবার হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করে। এসময় পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জানান, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি আদায়ের লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বাংলাদেশে প্রবাসীদের হয়রানি বন্ধে আহ্বায়ক কমিটি গঠন

আপলোড টাইম : ০৪:৩০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
বাংলাদেশে যাওয়ার পর প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এবং প্রবাসী নিরাপত্তা আইন পাশের দাবিতে ভেনিসের বাংলাদেশি কমিউনিটির ব্যানারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মেসত্রের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আলম। আকবর হোসেন বেপারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির প্রধান উপদেষ্টা পলাশ রহমান।

আলোচনা সভা শেষে ইতালি প্রবাসী ব্যবসায়ী চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলমকে আহ্বায়ক এবং আকবর হোসেন বেপারীকে সদস্য সচিব করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পলাশ রহমান বলেন, ‘ঢাকার এয়ারপোর্ট থেকে শুরু করে দেশের প্রতিটি পদে প্রবাসীরা হয়রানির মুখোমুখি হন। প্রবাসীদের পরিবারগুলোও সুরক্ষা পায় না। তাদেরও নানাভাবে হয়রানির মধ্যে ফেলা হয়। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অক্সিজেন। দেশের বর্তমান রিজার্ভ সংকটের মধ্যে তারা আপ্রাণ চেষ্টা করছেন সংকট মোকাবিলা করতে। অথচ প্রবাসীরা দেশে যোগ্য সম্মান পান না। প্রবাসী এবং তাদের পরিবারের নিরাপত্তা দিতে সংসদে বিশেষ আইন পাশ করতে হবে।’

সভায় থেকে বক্তব্য আরও বক্তব্য দেন, ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি কাশেম শিকদার, সাংবাদিক জুম্মন অনিক, আইনুদ্দিন মিয়া, বাচ্চু হাওলাদারসহ আরও অনেকে।

সভায় উপস্থিত অতিথিরা বাংলাদেশে প্রবাসী ও তাদের পরিবার হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করে। এসময় পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জানান, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি আদায়ের লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।