মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের তিন ইউনিয়নের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০১৮ ইং
জীবননগরের তিন ইউনিয়নের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ
জীবননগর অফিস: জীবননগর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারন আসনের নব নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে জীবননগর উপজেলা পরিষদের হল রুমে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। উথলী, মনোহরপুর ও কেডিকে ইউনিয়নের নব নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। শপথ গ্রহন করেন উথলী ইউনিয়নের সংরক্ষিত আসনের আঞ্জু আরা আক্তার, জয়নাব বেগম, মরিয়ম এবং সাধারন আসনের সদস্য জহুরুল হক, মঈনুল হাসান, ওবাইদুর রহমান, মাহাতাব উদ্দিন বিশ্বাস, আরমান আলী, আশরাফুল ইসলাম, আলতাফ, সেলিম রেজা, আমিনুল ইসলাম, মনোহরপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য হাবিবা খাতুন, রাশিদা খাতুন, জাহিমা খাতুন সাধারন আসনের সদস্য গোলাম রসুল, জাহিরুল, রিপন হোসেন, চামেলী খাতুন, আবু সাঈদ, জাহিদুল আলম, আহসান হাবিব, মিনারুল ইসলাম ও কামরুজ্জামান এবং কেডিকে ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য শিরীনা খাতুন, কহিনুর বেগম, জ্যোৎ¯œা খাতুন, সাধারন আসনের সদস্য খাসিয়ার রহমান মিঠু, দলুরদ্দীন দুলাল, আশাদুল হক মালিতা, ওমেদুল হক, কাইদার আলী, নিজাম উদ্দিন মোল্লা, মহিবুল হক, ইসরাইল বিশ্বাস ও আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জাসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গার হাতিকাটায় তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ