বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

অবৈধ ইটভাটায় এক লাখ টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ১৪-০১-২০২৬ ইং
গাংনীতে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে একটি অবৈধ ইটভাটায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম অংশ নেয়।


অভিযান চলাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬/১৬ ধারা অনুযায়ী অবৈধভাবে খড়ি পোড়ানোর অপরাধে বামন্দী ব্রিকস ইটভাটার পরিচালক মিজানুর রহমানকে (৫৫) ১ লাখ টাকা জরিমানা করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন বলেন, ‘পরিবেশ রক্ষা ও আইনের শাসন নিশ্চিত করতে অবৈধভাবে পরিচালিত সব ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। পরিবেশ দূষণ রোধ এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ঢাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে এসএমজে