গাংনীতে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

অবৈধ ইটভাটায় এক লাখ টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-01-14 ইং
গাংনীতে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে একটি অবৈধ ইটভাটায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম অংশ নেয়।


অভিযান চলাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬/১৬ ধারা অনুযায়ী অবৈধভাবে খড়ি পোড়ানোর অপরাধে বামন্দী ব্রিকস ইটভাটার পরিচালক মিজানুর রহমানকে (৫৫) ১ লাখ টাকা জরিমানা করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন বলেন, ‘পরিবেশ রক্ষা ও আইনের শাসন নিশ্চিত করতে অবৈধভাবে পরিচালিত সব ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। পরিবেশ দূষণ রোধ এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)