চুয়াডাঙ্গার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল রোববার রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে বিশ্বাসী। আমরা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই। চুয়াডাঙ্গার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক উন্নয়নে জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত। তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি সমাজ গড়া, যেখানে হানাহানি, মারামারি ও বিশৃঙ্খলার কোনো স্থান থাকবে না। আগামীতে নির্বাচিত হলে চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।’
কৃষিখাত নিয়ে কথা বলতে গিয়ে রুহুল আমিন বলেন, চুয়াডাঙ্গা কৃষিপ্রধান জেলা হলেও এখানকার কৃষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সার ও বীজ পেতে কৃষকদের নানা ভোগান্তির শিকার হতে হয়। নির্বাচিত হলে ডিলার প্রথার পরিবর্তে কৃষকদের ঘরে ঘরে সার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের উৎপাদিত বীজ বিএডিসিতে কন্ট্রাক্ট গ্রোয়ারের মাধ্যমে সরবরাহ, আলু সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ক্রয়-বিক্রয় কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. রুহুল আমিন বলেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী জোটগতভাবে অংশ নেবে এবং চুয়াডাঙ্গার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, চুয়াডাঙ্গা পৌর আমির হাসিবুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া সভায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, নবনির্বাচিত সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনিসহ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদক