বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তারেক রহমানের প্রত্যাবর্তনে ছাত্রদলের রাজপথে উদ্দীপনা

চুয়াডাঙ্গায় বিজয় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ
  • আপলোড তারিখঃ ২৩-১২-২০২৫ ইং
তারেক রহমানের প্রত্যাবর্তনে ছাত্রদলের রাজপথে উদ্দীপনা

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল বিজয় মিছিল করেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহিদ হাসান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে।


সমাবেশে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন, ২৫ ডিসেম্বর গৌরবময় ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হতে যাচ্ছে। বাংলাদেশকে যিনি হৃদয়ে ধারণ করেন, শহিদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানের দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। একটি মহল দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে গেছে, কারা সেই দেশবিরোধী মহল, ইতিমধ্যেই দেশের মানুষ চিহ্নিত করতে পেরেছে। জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের ন্যায় তারেক রহমানের ভ্যানগার্ড হিসেবে সর্বস্তরে সর্বদা সজাগ থাকবে। ৫ আগস্টের পর গণতন্ত্র পুনরুদ্ধার হলেও এখন মবতন্ত্রের মাধ্যমে নতুন জুলুমবাজ গোষ্ঠী তৈরি হয়েছে। ষড়যন্ত্র যত গভীর হোক না কেন সকল চক্রান্ত মোকাবিলা করে তারেক রহমানই বাংলাদেশের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ।


মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি মো. সাইফুল ইসলাম, হুমায়ূন কবির আকাশ, এম এ মক্কি, রাজিবুল হক রাজন, সাহাবুদ্দিন আহমেদ, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, আব্দুল হাদিদ জিতু, রোকন জোয়ার্দ্দার, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ ইরান, স্বাধীন শেখ, রাশিদুল ইসলাম, খন্দকার ইভেন, প্রচার সম্পাদক বায়েজিদ হোসেন মুরশিদ, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, স্কুল বিষয়ক সম্পাদক সাইমুম আহমেদ শানিত, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. আবু সুফিয়ান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জুনায়েদ সর্দার লিখন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এম ডি কে সুলতান, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, দর্শনা থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান, সাধারণ সম্পাদক ইকতিয়ার আহমেদ স্বপ্নীল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রকিবুল হাসান, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ আহম্মেদ, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন রিংকু, সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ, জীবননগর থানা ফাজিল মাদ্রাসার সভাপতি আবু নোমান, সাধারণ সম্পাদক আল আমিন, হারদী কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সোহান, তেঁতুল শেখ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশনিদ চৌধুরী সিহাবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের প্রসারে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত