বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নেহালপুরে ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২৫ ইং
নেহালপুরে ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর গ্রামে দাদার ঘরের ফ্যানের লাইন মেরামত করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্র রফি ওরফে শুভের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একমাত্র ছেলের আকস্মিক মৃত্যুতে শোকের মাতম নেমেছে পরিবারে। জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে শুভ নিজের দাদার ঘরে ফ্যানের বৈদ্যুতিক লাইন ঠিক করার চেষ্টা করে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ বলেন, ‘রাত আটটার দিকে পরিবারের সদস্যরা রকিকে জরুরি বিভাগে নেয়। এসময় পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছে, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলো।’ নিহত শুভ স্থানীয় শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং রিপোর্ট লেখা পর্যন্ত দাফনের প্রস্তুতি চলছে। 



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল