সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ছাগল ব্যবসায়ী নিহত, আহত ৩

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৫ ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ছাগল ব্যবসায়ী নিহত, আহত ৩

মেহেরপুরে ছাগল বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নজিম উদ্দিন (৬৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন ছাগল ব্যবসায়ী। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের নতুন দরবেশপুর গ্রামের উকিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজিম উদ্দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডোম্বলপুর গ্রামের মরহুম সাকের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে সামনে ড্রাম ট্রাক দেখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইঞ্জিনচালিত আলগামনটি। এতে পাকা রাস্তার ওপর গাড়িতে থাকা সকলেই ছিটকে পড়ে। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নজিম উদ্দিনের মৃত্যু হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু