বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘মেসি যদি ব্রাজিলে জন্মাত!’

  • আপলোড তারিখঃ ২২-০২-২০১৭ ইং
‘মেসি যদি ব্রাজিলে জন্মাত!’

খেলাধুলা ডেস্ক: তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির কৌশল ও সৃষ্টিশীলতায় মুগ্ধ ব্রাজিলের কোচ তিতে। তার আফসোস, এই ফুটবলারের জন্ম ব্রাজিলে হয়নি। ব্রাজিল কোচ তিতে বলছেন, মেসি কেন ব্রাজিলে না জন্মে জন্মালেন আর্জেন্টিনায়! জাতীয় দলের হয়ে এখনো কোনো শিরোপা জিততে পারেননি মেসি। তবু মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সংশয় নেই ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর থেকে আলোচনায় আসা এই কোচের। তিতে বলেছেন, ‘আমি তো চাইতামই মেসি ব্রাজিলে জন্মাক । ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে যতই শত্রুতা থাকুক না কেন, ও এমন একজন প্রতিপক্ষ, আমরা যার মুগ্ধ। ওর প্রতি আমাদের অনেক মুগ্ধতা।’ সেটিরও ব্যাখ্যা দিয়েছেন তিতে, ‘মেসি দুর্দান্ত। ওর সৃষ্টিশীলতা, স্বাভাবিক ধাঁচের বাইরে কিছু করার ক্ষমতা অসামান্য। ও মাঠে এমন কিছু দেখতে পারে, যেটা আমরা পারি না।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম