মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এবার টাকার খাম পেলেন গরীবের সন্তান রুহানী মাসুম

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০১৯ ইং
এবার টাকার খাম পেলেন গরীবের সন্তান রুহানী মাসুম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী গরীব রুহানি মাসুম এবার টাকার খাম পেয়েছেন জনগণের কাছ থেকে। প্রচারণার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজারে গণসংযোগ শেষে পথসভায় মিলিত হন। এ সময় স্থানীয় জনতা তার প্রতি খুশি হয়ে বিশেষ সহযোগিতার লক্ষ্যে টাকা খাম উপহার দেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া ও তার প্রতীক টিউবওয়েল মার্কায় ভোট প্রার্থনা করেন। এরআগে গরীব রুহানি মাসুম তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া বাজারে গণসংযোগকালে স্থানীয় জনগণের কাছ থেকে টাকার মালা উপহার পান। তিনি গরীবের সন্তান, বন্ধু ও কাছের মানুষ নামে পরিচিত।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নে ধানের শীষের জনস্রোত, পথসভায় শরীফুজ্জামান শরীফ