মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর এলাঙ্গীতে মসুর ক্ষেতে বিষ প্রয়োগ করে কবুতর মারার অভিযোগ

  • আপলোড তারিখঃ ০২-১২-২০১৬ ইং
গাংনীর এলাঙ্গীতে মসুর ক্ষেতে বিষ প্রয়োগ করে কবুতর মারার অভিযোগ

`wer`

গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে মসুর ক্ষেতে বিষ প্রয়োগ করে প্রায় -৩শ কবুতর মারার অভিযোগ উঠেছে। এবিষয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগিরা। জানা গেছে, গতকাল বৃস্পতিবার সকাল ১০টার দিকে এলাঙ্গি গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে শরিফ উদ্দীন তার এলাঙ্গী মাঠে নিজের মসুর ক্ষেতে গমের মধ্যে বিষ মেখে ছিটিয়ে দেয়। কিছু সময় পরে ওই ক্ষেতে এলাকার অনেক কবুতর ক্ষেতে গেলে গমের দানাগুলো ভক্ষণ করে। কিছু সময় পরে কবুতর গুলো একের পর এক মরতে থাকে। সব মিলিয়ে প্রায় ৩শ কবুতর মরে যাওয়ার অভিযোগ উঠে। এঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাঙ্গি ক্যাম্পের আইসি ওলিয়ার রহমান জানান, বিষ প্রয়োগ করে কবুতর মারার অভিযোগের সত্যতা পাওয়া গেছে, এলাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে ওয়াসিম এঘটনায় একটি অভিযোগ করেছে। আসলে কতগুলো কবুতর মারা গেছে সেটা এখনও জানা যায়নি।



কমেন্ট বক্স
notebook

ব্রিজ নয়, যেন বিপদের ফাঁদ! প্রশস্ত নদী সরু হয়ে এখন খাল