বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০১৮ ইং
মুজিবনগরে শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার পরাণপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মজিবর রহমান নামের এক কথিত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা যায়। অভিযুক্ত মজিবর রহমান মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরের দিকে উপজেলার একটি গ্রামের মজিবর রহমানের আমবাগানে আম কুড়াতে যায় প্রতিবেশি দশবছরের একট শিশু। বেশি আম দেওয়ার লোভ দেখিয়ে বাগানমালিক তাকে নির্জনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণ চেষ্টার সময় মেয়েটি চিৎকার দিলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে আসলে একপর্যায়ে মেয়েটিকে ফেলে অভিযুক্ত মজিবর পালিয়ে যায়। স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌছে দেয়। রাতে খবর পেয়ে মুজিবনগর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। নির্যাতিত শিশুটির সঙ্গে কথা বলেন। পরিবারটিকে আইনি সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেন। শিশুটির পিতা বলেন, মজিবর প্রভাবশালি পরিবারের সন্তান। থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করা সম্ভব না। বিষয়টি মিমাংসা করার জন্য তাকে বিভিন্ন মাধ্যমে চাপ দেওয়া হচ্ছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মজিবর রহমানের বিরুদ্ধে ১০ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পেয়ে এলাকায় গিয়েছিলাম। মেয়েটির পরিবারকে মামলা করার কথা বলেছি। বিষয়টি নিয়ে পুলিশ তৎপর রয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম