দর্শনায় গাঁজাসহ হল্ট স্টেশনপাড়ার রাশিদা আটক
- আপলোড তারিখঃ ১৪-০৫-২০১৮ ইং
দর্শনা অফিস: দর্শনা হল্ট স্টেশনপাড়ায় গাঁজাসহ রাশিদা (৪৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ৩ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত রাশিদা দর্শনা দক্ষিন চাঁদপুর হল্ট স্টেশনপাড়ার আমিরুল ইসলামের স্ত্রী। জানা যায়, রাশিদা বেগম দীর্ঘদিন ধরে বাড়ির সামনে হল্ট স্টেশন প্লাটফর্মের কোল ঘেষে দোকানে পান সিগারেটের আড়ালে গাঁজার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে রবিবার বিকালে অভিযান চালায় পুলিশ। এসময় গাঁজাসহ রাশিদাকে বাড়ি থেকে আটক করে পুলিশ। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।
কমেন্ট বক্স