সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ছয়টি বো মা উদ্ধারের পাঁচ মাসেও অজানা রহস্য

ধোঁয়াশা কাটেনি এখনো, তদন্তে অগ্রগতি নেই
  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২৫ ইং
দর্শনায় ছয়টি বো মা উদ্ধারের পাঁচ মাসেও অজানা রহস্য

দর্শনায় তিন দিনের ব্যবধানে ছয়টি শক্তিশালী বোমা উদ্ধারের পাঁচ মাস পেরিয়ে গেলেও কেউ আটক হয়নি, মেলেনি কোনো ক্লু। কেরু মিলপাড়া ও এর আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক, উৎকণ্ঠা আর রহস্যের ঘনঘটা যেন আজও রয়েছে গেছে। কে বা কারা এসকল বোমা রেখে যায়-তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। কেরুজ শ্রমিক নেতারা একে অপরকে দোষারোপ করে আসছেন শুরু থেকেই। তবে স্থানীয় শ্রমিক-কর্মচারী ও এলাকাবাসীর ধারণা, যারা একে অপরকে দোষারোপ করছেন, তাদের মধ্যেই কেউ জড়িত থাকতে পারেন। কেউ কেউ বলছেন, ‘এটা কি তাহলে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল? নিজেই রেখে অন্যকে ফাঁসানোর চেষ্টা নয় তো?’


উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি কেরুজের শ্রমিক নেতা সৌমিক হাসান রূপম বদলি হওয়ার পরদিন থেকেই মিল এলাকাজুড়ে শুরু হয় বোমা উদ্ধারের পর্ব। এরপর দফায় দফায় শ্রমিক আন্দোলনও ছড়িয়ে পড়ে। বন্ধ থাকে চিনিকলের উৎপাদন কার্যক্রম প্রায় ১৪ ঘণ্টা। এতে প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়ে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান। এতকিছুর পরও রহস্যময় নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা-‘কারা রাখছে এসব বোমা?’


১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কেরু ক্লাবের পাশে লাল টেপে মোড়ানো একটি শক্তিশালী বোমা দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পরে রাজশাহী থেকে আসা বোমা ডিসপোজাল টিম রাত ৮টা ৩২ মিনিটে কেরুজ ক্লাব মাঠে তা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে।


পরের ঘটনাটি ঘটে ১৫ ফেব্রুয়ারি। কেরুজ ক্লাব সংলগ্ন পুকুরে কালো টেপে মোড়ানো আরেকটি বোমা উদ্ধার করা হয়। এবারও রাজশাহী থেকে আসে র‌্যাব-৫ এর ডিএডি আশরাফুল আলমের নেতৃত্বাধীন একটি বিশেষ ডিসপোজাল ইউনিট। রাত ৮টা ২৪ মিনিটে ওই বোমাটি পুকুরের মধ্যেই বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। বোমাগুলোর শক্তি সম্পর্কে জানতে চাইলে ডিএডি আশরাফুল আলম বলেন, ‘নিষ্ক্রিয় করা প্রতিটি বোমা অত্যন্ত শক্তিশালী ছিল।’ দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘কে বা কারা এই বোমা রেখে যাচ্ছে-তা এখনো তদন্তাধীন। তবে এখনও পর্যন্ত কোনো ক্লু মেলেনি।’



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু