ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি নাকোবাড়িয়া গ্রামের হবিবর রহমানের ছেলে মহাব্বত হোসেন (৬০)। গতকাল রোববার সকালে উপজেলার নাকোবাড়িয়া ও তালিয়ান গ্রামে নজরুল মোল্লা ও আশরাফ-আরিফ গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মহাব্বতকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নাকোবাড়িয়া ও তালিয়ান গ্রামে বিএনপির দুটি গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। গত শনিবার আরিফ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর গতকাল রোববার সকালে নজরুল গ্রুপের সঙ্গে আরিফ গ্রুপের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বোমাবাজি ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হন মহাব্বত, ইউনুস আলী, রেজাউল, রেফাজুলসহ আরও অনেকে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঝিনাইদহের পুলিশ সুপার মনজুর মোরশেদ জানান, এটি একটি রাজনৈতিক সংঘর্ষ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনার সাথে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর টহল চলছে।