বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আইসক্রিম ও বেকারিতে মিলল নোংরা পরিবেশ

চার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৫ ইং
আলমডাঙ্গায় আইসক্রিম ও বেকারিতে মিলল নোংরা পরিবেশ

আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে এই জরিমানা করা হয়। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার হাউসপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠান নোংরা পরিবেশে আইসক্রিম ও বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করছে। ফলে স্বাস্থ্যঝুঁকির শঙ্কায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।


জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- সুমন আহমেদের মেসার্স মুসা আইসক্রিম, মিরাজ আলীর মেসার্স শাপলা সুপার আইসক্রিম, তোফায়েল আহমেদের মেসার্স মুবিন সুপার আইসক্রিম ও আলীমের মেসার্স আরজু ফুড। এর মধ্যে প্রথম তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে এবং আরজু ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সময় একটি ফ্রিজ ভর্তি অপরিচ্ছন্ন আইসক্রিম ধ্বংস করা হয়।


অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সেনাবাহিনীর সদস্য ছাড়াও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন এবং ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম সহযোগিতা করেন। সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, ‘সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সমস্যা সমাধান করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।’



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ