শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লাথি মারতেই বিকট শব্দে বিস্ফোরণ

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০২৪ ইং
লাথি মারতেই বিকট শব্দে বিস্ফোরণ


মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি বাজারে দিনের বেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণে কেউ হতাহত না হলেও এলাকায় নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আদম ব্যবসায়ী রোকন আলীর মার্কেটের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মার্কেটের মালিক আদম ব্যবসায়ী রোকন আলী বলেন, ‘বাজারে আমার মার্কেট সংলগ্ন দুইতলা বাড়ি। মার্কেটের একটি ঘরে আমি ট্রাভেল এজেন্সি অফিস হিসেবে ব্যবহার করি। অপর দুটিতে দোকান হিসেবে ভাড়ায় দেওয়া আছে। আজ (গতকাল) সকালের দিকে লাল স্কচটেপ মোড়ানো একটি কৌটা পড়ে থাকতে দেখেন ভাড়াটিয়া দোকানদার ধীরেন দাশ। টিনের কোটা ভেবে সেটিকে লাথি মারেন তিনি। কিছু দূরে গিয়ে পড়ে বিকট শব্দে সেটি বিস্ফোরণ হয়। তবে কেউ হতাহত হয়নি।

ধীরেন দাস বলেন, ‘সকালে দোকান খুলে প্রতিদিনের মতো ঝাড়ু দিয়ে বাইরের অংশ পরিষ্কার করতে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো একটা টিনের কৌটা দেখতে পাই। তখন আমি বুঝতে না পেরে ওই কৌটাকে লাথি মারি। পরবর্তীতে বিকট শব্দে বোমাটি ফেটে যায়।’

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোমা বিস্ফোরণের খবর শোনার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমাটি কে বা কারা রেখেছিল, তা শনাক্ত করতে পুলিশ মাঠে কাজ করছে।

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরের ৪ তারিখ সকালে কড়ুইগাছি গ্রামের শ্রমিক লীগের রাইপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন ইসলামের বাড়ি থেকে দুটি হাত বোমা ও দাফনের সরঞ্জামসহ প্রাণনাশের হুমকি সংবলিত চিরকুট উদ্ধার করা হয়। পরপর বোমা উদ্ধার ও বোমার বিস্ফোরণের ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক বিরাজ করছে।



কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা