বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে গরু ছিনতাইয়ের সময় ৪ জন আটক, ১০টি গরু উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২৪ ইং
ঝিনাইদহে গরু ছিনতাইয়ের সময় ৪ জন আটক, ১০টি গরু উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার নাথকুণ্ডু গ্রামে গরু ছিনতাই করে পালানোর সময় চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। গত রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার ডুগডুগি হাট থেকে ১০টি গরু কিনে ফরিদপুরে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। পথে ছিনতাইকারীরা তাঁদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে গরুগুলো নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় গরু ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা দ্রুত রাস্তায় ব্যারিকেড দেয় এবং নাথকুণ্ডু গ্রামে ছিনতাইকারীদের ধরে গণপিটুনি দেয়।
পুলিশ জানায়, আটক ছিনতাইকারীদের মধ্যে যশোরের মানিক, খুলনার সাইফুল ও গোলজারের পরিচয় জানা গেছে। আহত ছিনতাইকারীদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, এটি ডাকাতি নয়, বরং ছিনতাই। ঘটনাটি তদন্ত করে ছিনতাইকারীদের পূর্ণাঙ্গ পরিচয় বের করার চেষ্টা চলছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ