মেহেরপুর নারী ও শিশু নির্যাতন, মানব পাচার ও যৌতুক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন ও জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। স্বাগত বক্তব্য দেন মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার ওবাইদুর রহমান। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. আব্দুল হামিদ। ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আমানুল্লাহর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তাওহিদুল ইসলাম, জেলা মডেল মসজিদের ইমাম সাদিকুর রহমান প্রমুখ।