বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে ২১ জনের নমুনা সংগ্রহ

  • আপলোড তারিখঃ ০৮-০৫-২০২০ ইং
চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে ২১ জনের নমুনা সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসনে চিকিৎসা নিচ্ছেন ছয়জন করোনা শনাক্ত রোগী। এছাড়াও হাসপাতলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে করোনা শনাক্ত হওয়া পরিবারের অপর এক সদস্যকে। গত বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রামের একই পরিবারের তিনজন করোনা শনাক্ত হলে ওই দিন রাতেই তাঁদেরকে হাসপাতালের আইসোলেসনে নেওয়া হয়। একই পরিবারের চারজনের সংগৃহীত নমুনায় তিনজনের করোনা শনাক্ত হয় এবং অপর একটি নমুনা বাতিল করে যবিপ্রবি ল্যাব। করোনা শনাক্ত ব্যক্তিদের সংস্পর্শে থাকায় তাঁকে হাসপাতালের কোয়ারেন্টাইন ব্যবস্থায় নেওয়া হয়েছে। পূর্বের তিনজনসহ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসনে চিকিৎসাধীন আছে করোনা শনাক্ত ৬ জন ও কোয়ারেন্টাইনে আছে একজন। এদিকে, গত মঙ্গলবার চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে আরও ২১ জনের নতুন নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১০টি, আলমডাঙ্গা থেকে ৪টি, দামুড়হুদা থেকে ৭টিসহ মোট ২১টি। বৃহস্পতিবার ফলাফল এসেছে ২৩টি। করোনা রিপোর্ট পজেটিভ একটি এবং বাকি ২২টি রিপোর্ট নেগেটিভ। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে হাসপাতালের আইসোলেসনে নেওয়া হয়েছে। নিজ বাড়িতে আলাদা করে আইসোলেসনে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় তাঁদেরকে প্রাতিষ্ঠানিক আইসোলেসনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বৃহস্পতিবার আলমডাঙ্গায় আরও একজনকে করোনা শনাক্ত করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। করোনা শনাক্ত হওয়া উক্ত রোগীর শারীরিক অবস্থার খোঁজ নিবে চুয়াডাঙ্গা করোনা কন্ট্রোল রুমের মেডিকেল টিম। শারীরিক অবস্থা ও বাড়ির অবস্থা বিবেচনা করে তাঁকে হোম আইসোলেসন অথবা প্রাতিষ্ঠানিক আইসোলেশনের ব্যবস্থায় নেওয়া হবে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস থেকে (৭ মে) প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জেলা থেকে মোট নমুনা সংগ্রহ ৪৩০টি, নমুনা বাতিল ৩টি, প্রাপ্ত রিপোর্ট ৩৪৪টি, পজেটিভ ১৮টি, নেগেটিভ ৩২৬টি, সুস্থ ১ ও মৃত্যু ১। জেলার বাইরে থেকে সংগৃহীত নমুনায় করোনা শনাক্ত ৪টি। চুয়াডাঙ্গা জেলায় মোট করোনা শনাক্ত ২২ জন। বুধবার পাঠানো ২১টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ৮৬টি।


কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত