ইপেপার । আজমঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী ডাবুর সংবাদ সম্মেলন

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ১২:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • / ১২ বার পড়া হয়েছে


আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকের প্রার্থী আ. মমিন চৌধুরী ডাবু। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আ. মমিন চৌধুরী ডাবু উল্লেখ করেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি একজন চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনে তিনি ছিলেন এবং আছেন। তাঁর প্রতীক আনারস। এই নির্বাচনে তাঁকে নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে, যা মোটেও সত্য নয়। তিনি বলেন, ‘আমি জনগণের সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। তাঁদের সেবার লক্ষেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। ভোটের মাঠে আছি।’
তিনি বলেন, ‘গত ৮ মে আলমডাঙ্গায় একটি মতবিনিময় সভায় আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি সেখানে গিয়েছিলাম। আমার মতো সেখানে অন্য প্রার্থীরাও ছিল। সেখানে অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা হয়নি। সেই মতবিনিময় সভা থেকে একটি ছবি তুলে ফেসবুকে দিয়ে আমাকে হেয় করার জন্য বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যা কোনো মতেই সঠিক নয়। আমি আ. মমিন চৌধুরী ডাবু জনগণের প্রার্থী ছিলাম, আছি এবং ভোটের শেষ পর্যন্ত থাকব। আপনারারা কেউ কোনো প্রকার বিভ্রান্তিতে কান না দিয়ে আসন্ন ২১ মের নির্বাচনে আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব, ইনশাল্লাহ।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী ডাবুর সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ১২:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪


আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকের প্রার্থী আ. মমিন চৌধুরী ডাবু। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আ. মমিন চৌধুরী ডাবু উল্লেখ করেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি একজন চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনে তিনি ছিলেন এবং আছেন। তাঁর প্রতীক আনারস। এই নির্বাচনে তাঁকে নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে, যা মোটেও সত্য নয়। তিনি বলেন, ‘আমি জনগণের সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। তাঁদের সেবার লক্ষেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। ভোটের মাঠে আছি।’
তিনি বলেন, ‘গত ৮ মে আলমডাঙ্গায় একটি মতবিনিময় সভায় আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি সেখানে গিয়েছিলাম। আমার মতো সেখানে অন্য প্রার্থীরাও ছিল। সেখানে অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা হয়নি। সেই মতবিনিময় সভা থেকে একটি ছবি তুলে ফেসবুকে দিয়ে আমাকে হেয় করার জন্য বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যা কোনো মতেই সঠিক নয়। আমি আ. মমিন চৌধুরী ডাবু জনগণের প্রার্থী ছিলাম, আছি এবং ভোটের শেষ পর্যন্ত থাকব। আপনারারা কেউ কোনো প্রকার বিভ্রান্তিতে কান না দিয়ে আসন্ন ২১ মের নির্বাচনে আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব, ইনশাল্লাহ।’