ইপেপার । আজসোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় হাফেজ আব্দুল মাজিদের অবসরজনিত বিদায় সংবর্ধনা

সজ্জিত গাড়ি বহরে ফিরলেন বাড়িতে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৩:৪৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • / ১৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ আব্দুল মাজিদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ এশা মসজিদ প্রাঙ্গণে বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির বাস্তবায়নে মসজিদের মুসল্লিগণ এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবি, সাধারণ সম্পাদক মুফতি মুস্তফা কামাল, ডা. আবুল হোসেন, বায়তুল আমান জামে মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. ফকির মোহাম্মদ, সহসভাপতি ডা. একরামুল হক, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, কমিটির কোষাধ্যক্ষ মাসুদুর রহমান, আলহাজ্ব জহুরুল ইসলাম, কমিটির সদস্য সেলিম রেজা, পাঁচকমলাপুর মসজিদের ইমাম মুফতি আব্দুর রাজ্জাক, দারুল উলুম মাদরাসার ইমাম আলহাজ্ব হাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিদায়ী ইমাম হাফেজ আব্দুল মজিদকে ফুলের মালা পরিয়ে সংবর্ধণা প্রদান করা হয়। পরে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়। এদিকে, বায়তুল আমান জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মাসুদুর রহমান অবসরজনিত ইমাম হাফেজ আব্দুল মজিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠান শেষে হাফেজ আব্দুল মজিদকে সুসজ্জিত গাড়িতে তার নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।
বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সামাদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবি।

অপর দিকে, বিদায়ী ইমাম হাফেজ আব্দুল মজিদকে ওমরাহ হজ্ব পালনের দায়িত্ব নেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নাক, কান গলা বিষয়ক কনসালটেন্ট ডা. আল ইমরান জুয়েল। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ বায়তুল আমান জামে মসজিদের মুসুল্লিগণ। উল্লেখ্য, বায়তুল আমান জামে মসজিদের প্রতিষ্ঠালগ্ন থেকে হাফেজ আব্দুল মজিদ সুনামের সাথে সেখানে তার নিজ দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে তিনি অবসর নেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় হাফেজ আব্দুল মাজিদের অবসরজনিত বিদায় সংবর্ধনা

সজ্জিত গাড়ি বহরে ফিরলেন বাড়িতে

আপলোড টাইম : ০৩:৪৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ আব্দুল মাজিদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ এশা মসজিদ প্রাঙ্গণে বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির বাস্তবায়নে মসজিদের মুসল্লিগণ এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবি, সাধারণ সম্পাদক মুফতি মুস্তফা কামাল, ডা. আবুল হোসেন, বায়তুল আমান জামে মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. ফকির মোহাম্মদ, সহসভাপতি ডা. একরামুল হক, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, কমিটির কোষাধ্যক্ষ মাসুদুর রহমান, আলহাজ্ব জহুরুল ইসলাম, কমিটির সদস্য সেলিম রেজা, পাঁচকমলাপুর মসজিদের ইমাম মুফতি আব্দুর রাজ্জাক, দারুল উলুম মাদরাসার ইমাম আলহাজ্ব হাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিদায়ী ইমাম হাফেজ আব্দুল মজিদকে ফুলের মালা পরিয়ে সংবর্ধণা প্রদান করা হয়। পরে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়। এদিকে, বায়তুল আমান জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মাসুদুর রহমান অবসরজনিত ইমাম হাফেজ আব্দুল মজিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠান শেষে হাফেজ আব্দুল মজিদকে সুসজ্জিত গাড়িতে তার নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।
বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সামাদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবি।

অপর দিকে, বিদায়ী ইমাম হাফেজ আব্দুল মজিদকে ওমরাহ হজ্ব পালনের দায়িত্ব নেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নাক, কান গলা বিষয়ক কনসালটেন্ট ডা. আল ইমরান জুয়েল। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ বায়তুল আমান জামে মসজিদের মুসুল্লিগণ। উল্লেখ্য, বায়তুল আমান জামে মসজিদের প্রতিষ্ঠালগ্ন থেকে হাফেজ আব্দুল মজিদ সুনামের সাথে সেখানে তার নিজ দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে তিনি অবসর নেন।