ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কনে উধাও, ১৩ দিনের অনশনে বর!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:২৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / ৪৮ বার পড়া হয়েছে

বিস্ময়কর প্রতিবেদন:
ঘটনাটি ভারতের রাজস্থান প্রদেশের। সেখানে জমকালো আয়োজনে বিয়ে করতে গিয়েছিলেন বর। কিন্তু বিয়ের আসরে গিয়ে দেখেন কনে উধাও। তবে নাছোড়বান্দা বিয়ের পাত্র, কনেকে ছাড়া বাড়ি ফিরবেন না- বলে অনশনে বসে গেছেন। এই ঘটনার ১৩ দিন পর কনেকে পুলিশ উদ্ধার করার পর মধুর সমাপ্তি ঘটে তাদের।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত ৩ মে রাজস্থানের শিরোহি জেলায় বিয়ে ঠিক হয়েছিল এক যুগলের। কিন্তু বিয়ের রাতে পরিবারের এক আত্মীয়র সঙ্গে পালিয়ে যান কনে। এই ঘটনা জানাজানি হওয়ার পর অস্বস্তিতে পড়ে যায় কনেপক্ষ। বরপক্ষের কাছে ক্ষমাও চায় কনের পরিবার। কিন্তু কনেকে না নিয়ে তারা বাড়ি ফিরবেন না বলে জানিয়ে দেয় বরযাত্রীরা। কনেকে না নিয়ে বাড়ি ফিরলে তাদের ভাবমূর্তি খারাপ হবে, এই কারণেই তারা সেখানে থেকে যান। এরপর থানায় তরুণীর নামে নিখোঁজ ডায়েরি করা হয়। পরে ওই তরুণী ও তার আত্মীয়কে উদ্ধার করে পুলিশ। ১৩ দিন পর কনে বাড়ি ফিরতেই আবার ঘটা করে বিয়ের আসর বসে। তারপরেই মধুর সমাপন ঘটে এই যুগলের।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কনে উধাও, ১৩ দিনের অনশনে বর!

আপলোড টাইম : ০৩:২৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩

বিস্ময়কর প্রতিবেদন:
ঘটনাটি ভারতের রাজস্থান প্রদেশের। সেখানে জমকালো আয়োজনে বিয়ে করতে গিয়েছিলেন বর। কিন্তু বিয়ের আসরে গিয়ে দেখেন কনে উধাও। তবে নাছোড়বান্দা বিয়ের পাত্র, কনেকে ছাড়া বাড়ি ফিরবেন না- বলে অনশনে বসে গেছেন। এই ঘটনার ১৩ দিন পর কনেকে পুলিশ উদ্ধার করার পর মধুর সমাপ্তি ঘটে তাদের।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত ৩ মে রাজস্থানের শিরোহি জেলায় বিয়ে ঠিক হয়েছিল এক যুগলের। কিন্তু বিয়ের রাতে পরিবারের এক আত্মীয়র সঙ্গে পালিয়ে যান কনে। এই ঘটনা জানাজানি হওয়ার পর অস্বস্তিতে পড়ে যায় কনেপক্ষ। বরপক্ষের কাছে ক্ষমাও চায় কনের পরিবার। কিন্তু কনেকে না নিয়ে তারা বাড়ি ফিরবেন না বলে জানিয়ে দেয় বরযাত্রীরা। কনেকে না নিয়ে বাড়ি ফিরলে তাদের ভাবমূর্তি খারাপ হবে, এই কারণেই তারা সেখানে থেকে যান। এরপর থানায় তরুণীর নামে নিখোঁজ ডায়েরি করা হয়। পরে ওই তরুণী ও তার আত্মীয়কে উদ্ধার করে পুলিশ। ১৩ দিন পর কনে বাড়ি ফিরতেই আবার ঘটা করে বিয়ের আসর বসে। তারপরেই মধুর সমাপন ঘটে এই যুগলের।