ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

হাঙরের পিঠে সমুদ্র সফর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • / ৪৯ বার পড়া হয়েছে

বিস্ময় প্রতিবেদন:

বিশালাকায় এক হাঙর, যাকে অনেকেই সমুদ্র দানব বলেন, তার পিঠে যদি চড়ে বসেন কোনো ব্যক্তি তবে তার মাথার ঠিক আছে কিনা সেটা অনেকেই ভাববেন। তবে সম্প্রতি এমনই এক রোমহর্ষক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে হোয়েল সার্ক। আর সমুদ্রে ভাসমান একটি নৌকো থেকে ওই দৈত্যাকার হাঙরটির পিঠ লক্ষ্য করে ঝাঁপ দিলেন এই ডানপিটে ব্যক্তি। হাঙরটির পিঠের উপর পড়েই তিনি জাপটে ধরেন সেটির ডানা। ব্যস, ওইভাবেই হাঙরের পিঠে চড়ে সমুদ্রে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। ওই অকুতোভয় ব্যক্তির সঙ্গীসাথীরা যারা ওই নৌকায় দাঁড়িয়ে গোটা ঘটনার ভিডিও করেছেন তারা কিন্তু সাংঘাতিক উত্তেজিত ছিলেন। জানা গেছে, সৌদি আরবের বন্দর শহর ইয়ানবুর কাছে সমুদ্রের মধ্যে ওই দুঃসাহসিক অভিযান করেন সেখানকার এক বাসিন্দা। ফুটেজে প্রথমে দেখা গেছে যে, জাকি আল-সাবাহ নামের ওই ব্যক্তিটি একটি নৌকায় বসে হোয়েল সার্কগুলোকে সমুদ্রে সাঁতার কাটতে দেখেন। তার কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি নৌকা থেকে হাঙরটির পিঠ লক্ষ্য করে ঝাঁপ দেন। ঘটনায় রীতিমতো চমকেও যায় বিরাট হাঙরটি। আর ওই ব্যক্তিকে দেখা যায় বিরাট প্রাণীটির ডানা জাপটে ধরে লোহিত সাগরে ভেসে বেড়াতে। ‘সাবধান, এটা কিন্তু তোমাকে খেয়ে নিতে পারে’, আল-সাবাহর এক বন্ধুকে চিৎকার করতে শোনা যায় ওই ভিডিওতে। কিন্তু তাতে মোটেও দমে যাননি তিনি। বরং দ্বিগুণ উৎসাহের সাথে হাঙরটির পিঠে লেপটে থাকেন ওই ব্যক্তি। দুঃসাহসিক ওই সফরের ভিডিওটি আপলোড করা হয় টুইটারে। আর সেটি দেখে মানুষজন রীতিমতো হাঁ হয়ে যান। ইন্টারনেট।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

হাঙরের পিঠে সমুদ্র সফর

আপলোড টাইম : ০৭:৪৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

বিস্ময় প্রতিবেদন:

বিশালাকায় এক হাঙর, যাকে অনেকেই সমুদ্র দানব বলেন, তার পিঠে যদি চড়ে বসেন কোনো ব্যক্তি তবে তার মাথার ঠিক আছে কিনা সেটা অনেকেই ভাববেন। তবে সম্প্রতি এমনই এক রোমহর্ষক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে হোয়েল সার্ক। আর সমুদ্রে ভাসমান একটি নৌকো থেকে ওই দৈত্যাকার হাঙরটির পিঠ লক্ষ্য করে ঝাঁপ দিলেন এই ডানপিটে ব্যক্তি। হাঙরটির পিঠের উপর পড়েই তিনি জাপটে ধরেন সেটির ডানা। ব্যস, ওইভাবেই হাঙরের পিঠে চড়ে সমুদ্রে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। ওই অকুতোভয় ব্যক্তির সঙ্গীসাথীরা যারা ওই নৌকায় দাঁড়িয়ে গোটা ঘটনার ভিডিও করেছেন তারা কিন্তু সাংঘাতিক উত্তেজিত ছিলেন। জানা গেছে, সৌদি আরবের বন্দর শহর ইয়ানবুর কাছে সমুদ্রের মধ্যে ওই দুঃসাহসিক অভিযান করেন সেখানকার এক বাসিন্দা। ফুটেজে প্রথমে দেখা গেছে যে, জাকি আল-সাবাহ নামের ওই ব্যক্তিটি একটি নৌকায় বসে হোয়েল সার্কগুলোকে সমুদ্রে সাঁতার কাটতে দেখেন। তার কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি নৌকা থেকে হাঙরটির পিঠ লক্ষ্য করে ঝাঁপ দেন। ঘটনায় রীতিমতো চমকেও যায় বিরাট হাঙরটি। আর ওই ব্যক্তিকে দেখা যায় বিরাট প্রাণীটির ডানা জাপটে ধরে লোহিত সাগরে ভেসে বেড়াতে। ‘সাবধান, এটা কিন্তু তোমাকে খেয়ে নিতে পারে’, আল-সাবাহর এক বন্ধুকে চিৎকার করতে শোনা যায় ওই ভিডিওতে। কিন্তু তাতে মোটেও দমে যাননি তিনি। বরং দ্বিগুণ উৎসাহের সাথে হাঙরটির পিঠে লেপটে থাকেন ওই ব্যক্তি। দুঃসাহসিক ওই সফরের ভিডিওটি আপলোড করা হয় টুইটারে। আর সেটি দেখে মানুষজন রীতিমতো হাঁ হয়ে যান। ইন্টারনেট।