ইপেপার । আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারিকে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৩১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
  • / ১০৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে (পণ্যের মান নিয়ন্ত্রণ) ‘বিএসটিআই’র সিএম লাইসেন্স না থাকায় দুটি বেকারিকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার তারিকুল ইসলাম (সিএম)।

অভিযান সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের মেসার্স রাসেল ফুড ও পারকুলা গ্রামের মেসার্স লিটন ফুড নামক দুটি বিস্কুট ফ্যাক্টরি (বেকারি) দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। গতকাল আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুসারে উৎপাদিত বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ না করে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে মোনাকষা গ্রামের মেসার্স রাসেল ফুডের মালিক জাফরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে পারকুলা গ্রামের মেসার্স লিটন বেকারির মালিক লিটন আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন বিএসটিআই খুলনা ফিল্ড অফিসার তারিকুল ইসলাম (সিএম) ও আলমডাঙ্গা পুলিশের একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারিকে জরিমানা

আপলোড টাইম : ০৬:৩১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে (পণ্যের মান নিয়ন্ত্রণ) ‘বিএসটিআই’র সিএম লাইসেন্স না থাকায় দুটি বেকারিকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার তারিকুল ইসলাম (সিএম)।

অভিযান সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের মেসার্স রাসেল ফুড ও পারকুলা গ্রামের মেসার্স লিটন ফুড নামক দুটি বিস্কুট ফ্যাক্টরি (বেকারি) দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। গতকাল আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুসারে উৎপাদিত বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ না করে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে মোনাকষা গ্রামের মেসার্স রাসেল ফুডের মালিক জাফরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে পারকুলা গ্রামের মেসার্স লিটন বেকারির মালিক লিটন আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন বিএসটিআই খুলনা ফিল্ড অফিসার তারিকুল ইসলাম (সিএম) ও আলমডাঙ্গা পুলিশের একটি টিম।