ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নেতাদের গ্রেপ্তার ও গুম করে নির্যাতন করা হচ্ছে: মির্জা ফখরুল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • / ৪৩ বার পড়া হয়েছে

কোটা আন্দোলনকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের গুম করে নির্যাতনের অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনাকে ‘আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন’ উল্লেখ করে সরকারকে এই কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দকে গুম করে রেখে নির্যাতন চালিয়ে তিন-চার কিংবা পাঁচ দিন পর আদালতে হাজির করা হচ্ছে— যা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। দেশের নাগরিকদের গুম করার ভয়াবহ সংস্কৃতি চালু রেখে মানুষের মনে ভীতি সঞ্চার করা হচ্ছে। সরকারকে এ ধরনের লোমহর্ষক কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানাচ্ছি।’
মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে ইতিহাসে হতাহতের যে বর্বরোচিত নজির স্থাপন করেছে তা দেশ-বিদেশের সব স্বৈরাচারের নির্মম নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে। অবৈধ সরকার নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও ব্যর্থতা আড়াল করতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করে যাচ্ছে।
বিবৃতিতে সান্ধ্য আইন প্রত্যাহারসহ সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘ছাত্র-জনতার ন্যায়সংগত আন্দোলনকে দমন করতে সেনাবাহিনীকে ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সান্ধ্য আইন প্রত্যাহার এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।’ সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘গত কয়েক দিন যে পরিমাণে নিরীহ ছাত্র-জনতাকে গুলি চালিয়ে পাখির মতো হত্যা করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে—তা পাকিস্তানি হানাদার বাহিনীর কথাই মনে করিয়ে দেয়। কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে জনগণ তাঁর সঠিক পরিসংখ্যান জানতে চায়। এ ছাড়া জনগণের টাকায় কেনা কী পরিমাণ গোলাবারুদ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের ওপর ব্যবহার করা হয়েছে তার হিসাবও জনগণ জানতে চায়। রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন কড়ায়-গণ্ডায় আদায় করে নেবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিএনপি নেতাদের গ্রেপ্তার ও গুম করে নির্যাতন করা হচ্ছে: মির্জা ফখরুল

আপলোড টাইম : ০৪:২৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

কোটা আন্দোলনকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের গুম করে নির্যাতনের অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনাকে ‘আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন’ উল্লেখ করে সরকারকে এই কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দকে গুম করে রেখে নির্যাতন চালিয়ে তিন-চার কিংবা পাঁচ দিন পর আদালতে হাজির করা হচ্ছে— যা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। দেশের নাগরিকদের গুম করার ভয়াবহ সংস্কৃতি চালু রেখে মানুষের মনে ভীতি সঞ্চার করা হচ্ছে। সরকারকে এ ধরনের লোমহর্ষক কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানাচ্ছি।’
মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে ইতিহাসে হতাহতের যে বর্বরোচিত নজির স্থাপন করেছে তা দেশ-বিদেশের সব স্বৈরাচারের নির্মম নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে। অবৈধ সরকার নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও ব্যর্থতা আড়াল করতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করে যাচ্ছে।
বিবৃতিতে সান্ধ্য আইন প্রত্যাহারসহ সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘ছাত্র-জনতার ন্যায়সংগত আন্দোলনকে দমন করতে সেনাবাহিনীকে ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সান্ধ্য আইন প্রত্যাহার এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।’ সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘গত কয়েক দিন যে পরিমাণে নিরীহ ছাত্র-জনতাকে গুলি চালিয়ে পাখির মতো হত্যা করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে—তা পাকিস্তানি হানাদার বাহিনীর কথাই মনে করিয়ে দেয়। কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে জনগণ তাঁর সঠিক পরিসংখ্যান জানতে চায়। এ ছাড়া জনগণের টাকায় কেনা কী পরিমাণ গোলাবারুদ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের ওপর ব্যবহার করা হয়েছে তার হিসাবও জনগণ জানতে চায়। রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন কড়ায়-গণ্ডায় আদায় করে নেবে।’