বিএনপিতে ফেরার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন
- আপলোড টাইম : ০৮:২৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপে তিনি তাদের সঙ্গে মিশতে বাধ্য হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পাইকপাড়া গ্রামের বিএনপি নেতা দুলাল। গতকাল রোববার রাত ৮টায় সংবাদ সম্মেলনে তিনি জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপে তাদের সঙ্গে মিশতে বাধ্য হতেন।
আমির হোসেন বিশ্বাস দুলাল লিখিত বক্তব্যে বলেন, তিনি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দীন বিশ্বাসের ভাই। এছাড়া তিনি কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৃত কুদরত আলী বিশ্বাসের ছেলে। পারিবারিকভাবেই তারা ওই এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে ছিলেন। সে কারণে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের রোষানলে পড়েছিলেন তিনি ও তার পরিবার।
তিনি এখন স্থানীয় আওয়ামী লীগের রাহুমুক্ত হয়ে বিএনপির একজন সমর্থক হিসেবে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চান। তার ওপর দিয়ে বয়ে যাওয়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের নানা অত্যাচারের বিচার দাবিও করেন আমির হোসেন বিশ্বাস দুলাল।
তিনি বলেন, আমার ভাই বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দীন বিশ্বাস পূর্বে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত সরকারের পাতানো শেষ জাতীয় নির্বাচনে কালিদাসপুর ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তার ওপর নানান অত্যাচার শুরু করে। তারা পোল্ট্র ফিড অ্যান্ড হ্যাচারির ব্যবসা প্রতিষ্ঠানেও একের পর এক চাঁদা দাবি করা হয়েছে।
তিনি জানান, তার হ্যাচারিতে কর্মরত সকল কর্মচারীর বাড়িতে গিয়ে তাদের কাজে যোগ দিতে বাধা দিতে থাকে। অত্যাচার নিপীড়নের এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে তাদের দলের সঙ্গে মিশতে বাধ্য করে। সংবাদ সম্মেলনে আমির হোসেন বিশ্বাস দুলাল জাতীয়তাবাদী দল বিএনপির নেতা-কর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘আগামী দিনগুলোতে জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে একাত্মতা ঘোষণা করে দলের সকল কার্যক্রমে অংশগ্রহণ করে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চাই।’