বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দূর্নীতিবাজ এমপি টগরকে না বলুন, ত্যাগী নেতাকে বেছে নিন

  • আপলোড তারিখঃ ২১-০২-২০১৮ ইং
দূর্নীতিবাজ এমপি টগরকে না বলুন, ত্যাগী নেতাকে বেছে নিন
দামুড়হুদা জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ী রামনগরের পথসভায় নজরুল মল্লিক বললেন কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যবসায়ী নজরুল মল্লিক বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ী-রামনগর গ্রামে নজরুল মল্লিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মিদের মাঝে বক্তব্য দেন। এসময় জুড়ানপুর ইউনিয়ন আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা জমির উদ্দীন সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে নজরুল মল্লিক বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নিত করতে জননেত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশ আ.লীগ সরকারের বিকল্প নেই। আসুন আমরা আবার সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার আরো একধাপ এগিয়ে যায়। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্য আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি কোনায় কোনায় যখন কেবল উন্নয়ন আর উন্নয়ন ঠিক সে সময়ে চুয়াডাঙ্গা-২ আসনের চিত্র একেবারে ভিন্ন। এখানে কাঙ্খিত উন্নয়ন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমাদের বর্তমান সংসদ সদস্য টগর সাহেব। তবে তিনি নিজের ভাগ্যের উন্নয়ন তিনি ঠিকই করেছেন। আসুন আমরা আজ থেকে সবাই শপথ নিয়ে দূর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাড়াই। নজরুল মল্লিক বলেন, আমি যদি আ.লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হতে পারি। তবে চুয়াডাঙ্গা-২ আসনকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেব। দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে তাদের উপযুক্ত স্থানে জায়গা দিবো। নজরুল মল্লিক আরো বলেন, কাবিখার মাল আর লুট হবে না। রাস্তাঘাট ভাঙ্গাচোরা থাকবে না। নিয়োগ বানিজ্য হবে না। মেধাবীরা নিয়োগ পাবেন। এলাকায় কোন প্রকার এমপি লীগ থাকবে না ও এমপির নৌকা থাকবে না। থাকবে শুধু বঙ্গবন্ধুর আদর্শের আ.লীগ জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা। জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকার সাথে যারা বেঈমানি করে তারা কোনদিন আ.লীগ করে না। তাঁদের জন্য নৌকার মনোনয়ন চাওয়া লজ্জাজনক হবে। আরো বলেন, চুয়াডাঙ্গা-২ আসনের দূর্নীতিবাজ এই বর্তমান এমপিকে না বলুন। এলাকায় উন্নয়ন হয়নি কিন্তু এমপিসহ তার ভাই ও তার দালালদের ভাগ্যর ঠিকই উন্নয়ন হয়েছে। এমপির ভাই আরিফ আজ রায়সা বিলের হালদার সেজেছে। সে নিজে বিলে দাঁড়িয়ে থেকে মাছ বিক্রি করে। সাধারণ মানুষকে শৌচাগারের জন্য ও পানিতে নামতে দেয় না। আপনারা ইত্তেফাক পত্রিকায় দেখেছেন তার ভাই আলী মুনসুর বাবু ইয়াবা ব্যবসায় জড়িত। এমপি ও তার হালদার সাজা ভাইয়ের অত্যাচারে আজ প্রকৃত হালদাররাও নিজেদের হালদার বলতে ভয় পাই। দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগেও টাকা খান এমপি সাহেব। আজকে আপনারা আর বসে না থেকে প্রতিবাদ করুন। বর্তমান এমপি টগর সাহেব আজ নৌকার বিপক্ষে প্রার্থী দাড় করিয়ে, তার পক্ষে কাজ করেন। তিনি এবারও নাকি নৌকার মনোনয়ন চান। নৌকার সাথে বেঈমানী করে তিনি আ.লীগের নেতাকর্মীদের কাছে বেঈমান হিসাবে চিহ্নিত হয়েছেন। পথসভায় অন্যন্য বক্তারা নজরুল মল্লিকের কন্ঠে কন্ঠ মিলিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের বর্তমান সংসদ সদস্য এমপি টগরের বিরুদ্ধে বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের নির্বাহী কমিটির সদস্য দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক, জীবননগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বাঁকা ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান, সীমান্ত ইউনিয়ন আ.লীগ জাকির বিশ্বাস, আফজালুর রহমান বুলু, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কাজী চঞ্চল, আ.লীগ নেতা এ্যাড. আবু তালেব, হযরত, জাহিদুল মেম্বর, মেরাজ, শাহীন, শাহাজান মল্লিক, খাজা প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম