মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ট্রাক চালক ও হেলপারকে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০১৮ ইং
ট্রাক চালক ও হেলপারকে পিটিয়ে জখম
চুয়াডাঙ্গায় ইজিবাইকের সাথে ধাক্কা লাগায় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ট্রাক ড্রাইভার ও হেলপারকে বেধড়ক পিটিয়েছে স্থানীয় দু’যুবক। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। আহত ট্রাক চালক মোমিন (৫০) মেহেরপুর পশুহাট পাড়ার মৃত ফকির চানের ছেলে এবং হেলপার নাজমুল (১৫) একই এলাকার চান আলীর ছেলে। আহতরা জানায়, গতকাল সন্ধ্যার পর চুয়াডাঙ্গা পৌরসভার সামনে ট্রাকের সাথে একটি অটোরিকশার সামান্য ধাক্কা লাগে। এতে অটোতে থাকা মাঝের পাড়ার হারু মন্ডলের ছেলে ফিরোজ (২৪) একই এলাকার ঝাড়ু মন্ডলের ছেলে শাওন ট্রাক থেকে চালক ও হেলপারকে নামিয়ে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ট্রাক মালিক কামরুল দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে আসেন এবং উন্নত চিকিৎসার জন্য তাদের নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। মাথা, নাক ও মুখে প্রচন্ড আঘাত লেগেছে। তাদেরকে উন্নত চিকিৎসারর রেফার্ড করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে আমরা বদ্ধপরিকর