বহুল প্রতিক্ষিত গাংনী বাজার কমিটির নির্বাচন আগামী ২৯ জানুয়ারী
- আপলোড তারিখঃ ১৭-০১-২০১৮ ইং
এক সময়ের সন্ত্রাস কবলিত গাংনী বাজারে চলছে ভোটের প্রচার-প্রচারণা
গাংনী অফিস: গাংনী সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে পরিচিত থাকলেও আজ যেন ইতিহাস। সেই বাজারেই চলছে ভোটের প্রচারনা। এক সময়ে গাংনী বাজার কমিটির এক অংশের সভাপতি বকুল হোসেনকে গুলি করে হত্যা করে। তার সাথে আওয়ামী লীগ নেতা ও স্বনামধন্য ইউপি চেয়ারম্যান ব্যবসায়ী বজলুর রহমানকেও হত্যা করা হয়। সন্ধ্যা রাতেই বাজারের উপর বোমা মেরে ক্ষোদ পৌরসভার মেয়রকেই হত্যা করা হয়। হত্যা করা হয় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মঙ্গল স্বর্ণকারকেও। আর সেই বাজারটি দীর্ঘদিন ধরেই রয়েছে সন্ত্রাস চাঁদাবাজমুক্ত। সন্ত্রাস কবলিত গাংনী এখন শুধুই ইতিহাস। সেই মেহেরপুর গাংনী বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচনের লক্ষ্যে তফশীল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারী নির্বাচন। প্রতীক বরাদ্দ হয়েছে। ইতোমধ্যে নির্বাচন ঘিরে চলছে প্রচার-প্রচারণা। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সর্বজন স্কীকৃত বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হাজী আলফাজ উদ্দীন। ভোট গ্রহণ ২৯ জানুয়ারী সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্র গাংনী গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। নির্বাচন কমিশনের সহকারী কমিশনার রেজাউল করিম ও কমিশন সদস্য নবীর উদ্দীন, জাহিদুল ইসলাম, আসাদুল আলম ও হাফিজুর রহমান। নির্বাচনে সভাপতি পদে লড়ছেন দির্ঘদিন বাজার কমিটির সভাপতির দায়িত্ব পালনকারী হাজি হাফিজুর রহমান মানিক, সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনকারী মাহবুবুর রহমান স্বপন, র্যংসের সত্বাধীকারী সাবেক চেয়ারম্যান বজলুর রহমানের ছেলে মশিউর রহমান, এসএম প্লাজার মালিক রবিউল ইসলাম ও পৌর মেয়র আশরাফুল ইসলামের ভাই আনারুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর বদরুল আলম বুদু, মহিমা গামেন্টের সত্বাধীকারী বুলবুল আহম্মেদ বুলু, মফিজ ফল ভান্ডারের রফিকুল ইসলাম রফিক, মার্কেট মালিক ও প্রগতি ক্লাবের সভাপতি মজনুর রহমান মজনু ও রড কালাম নামে পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী যুবলীগ নেতা আবুল কালাম আজাদ।
কমেন্ট বক্স