বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শংকরচন্দ্রে ভূট্টা নষ্ট করাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০১৭ ইং
শংকরচন্দ্রে ভূট্টা নষ্ট করাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে ভূট্টা নষ্ট করাকে কেন্দ্র করে ই¯্রাফিল (২২) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ৩টার দিকে এঘটনা ঘটে। আহত ই¯্রাফিল চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের দোহারপাড়ার নজরুলের ছেলে। জানা গেছে, গতকাল দুপুরে এলাকার ইবাদতের ফসলি ভুট্টা কে বা কারা নষ্ট করে দিয়েছে। এই ঘটনায় ইবাদত একইএলাকার ইস্রাফিলকে সন্দেহ করে দোষারোপ করে। এনিয়ে দু'পক্ষে বাকবিতন্ডা বাধে। পরে ইবাদত (৫০), তার দুই ছেলে তাহের (৩০), আছের আলী (৩৫) ও আছেরের ছেলে উত্তেজিত হয়ে নজরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে নজরুল গুরুতর জখম হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় নজরুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। রক্তাক্ত জখম নজরুল বলেন, আমার কোন ছাগল বা গরু নাই যে ভুট্টার ক্ষেতে গিয়ে তা নষ্ট করবে। ওরা আমাকে অন্যায়ভাবে মেরেছে। তিনি আরো বলেন, আজকে আমার পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।


কমেন্ট বক্স
notebook

হারদী ইউনিয়নে ধানের শীষের প্রচারণায় শরীফুজ্জামান শরীফের পাশে তৃণমূলের ঢল