বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শীতবস্ত্র পেয়ে দরিদ্রদের মুখে হাসির ঝিলিক

  • আপলোড তারিখঃ ২১-১২-২০১৭ ইং
শীতবস্ত্র পেয়ে দরিদ্রদের মুখে হাসির ঝিলিক
চুয়াডাঙ্গায় অসহায় দুস্থ শীতার্তদের পাশে জেলা প্রশাসক নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিন থেকে চুয়াডাঙ্গায় তীব্র শীত জেঁকে বসেছে। হাড় কাঁপানো শীতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শীতের প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। শীত যেমন অনেকের জন্য সুখের আমেজ নিয়ে আসে, তেমনি এক শ্রেণীর মানুষের জন্য নিয়ে আসে তীব্র কষ্ট আর বেদনা। এ শ্রেণির মানুষের শীতের কষ্ট লাঘব করতে চুয়াডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে চুয়াডাঙ্গা শহরের রেলস্টেশন, হাসপাতাল ও ফুটপাতে শুয়ে থাকা অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। প্রচন্ড শীতের মাঝে একটি কম্বল পেয়ে অসহায় দুস্থদের চোখে মুখে খুশির ছাপ ও স্বস্তির হাসি দেখা যায়। কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। এ সময় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ জানান, জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে থাকা ৭ হাজার ৩’শ ১৭টি কম্বলের মধ্যে জেলার চারটি উপজেলায় ৫ হাজার ২’শ ৬৩টি কম্বল বন্টন করে দেয়া হয়েছে। সংরক্ষনে থাকা বাকী ২ হাজার ৫৪টি কম্বল চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন জায়গায় বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, এ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৩ হাজার ৬’শ ৫০টি কম্বলের চাহিদা দেয়া হয়েছে। তা আসা মাত্রই অসহায়, গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম