বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০১৭ ইং
আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
উথলীতে ট্রেন দুর্ঘটনায় নিহত হাজী সাইদুর রহমান ধুন্দুর নিজস্ব প্রতিবেদক: জীবননগর উথলীতে ট্রেন দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা ও উথলী ইউপি’র সাবেক চেয়ারম্যান হাজী সাইদুর রহমান বিশ্বাস ধুন্দুর আত্মার মাগফেরাত কামণায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর তাঁর পরিবারের উদ্যোক্তে উথলী বিশ্বাসপাড়াস্থ নিজ বাসভবনে এ আয়োজন করা হয়। সদ্য প্রয়াত হাজী সাইদুর রহমান ধুন্দুর স্মৃতি চারণ করেন জীবননগর পৌরসভার সাবেক মেয়র নোয়াব আলী, জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান মোশাররফ আলী ও উথলী ইউপি’র সদস্য ইউনুস আলী। মরহুমের ছোট ভাই আসাদুর রহমান বিশ্বাস ভেদুর সার্বিক তত্ত্বাবধানে দোয়া পরিচালনা করেন ক্বারী ইসমাইল হোসেন। দোয়া মাহফিলে হাজী সাইদুর রহমান ধুন্দুর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্খী, গ্রামবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। উল্লেখ্য, গত ১৫ই সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ট্রেন দুর্ঘটনার শিকার হয়ে গত শুক্রবার (১০ নভেম্বর) দিনগত রাত ১১টা ৩৫ মিনিটে রাজধানীর তেঁজগাও এলাকার ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি, উথলী ইউপি’র তিন বারের নির্বাচিত চেয়ারম্যান (সাবেক), ধর্ণাঢ্য ব্যবসায়ী হাজী সাইদুর রহমান ধুন্দু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দু’কন্যা ও দু’ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। হাজী সাইদুর রহমান বিশ্বাস ধুন্দু উথলী বিশ্বাসপাড়ার মৃত খলিলুর রহমান বিশ্বাসের বড় ছেলে এবং একই পাড়ার হাজী মো. আতিয়ার রহমান বিশ্বাসের (লিলু মিয়া) জামাই।


কমেন্ট বক্স
notebook

হারদী ইউনিয়নে ধানের শীষের প্রচারণায় শরীফুজ্জামান শরীফের পাশে তৃণমূলের ঢল