দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে শীতকালীন পৌষ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেরু উচ্চ বিদ্যালয়ের মাঠে শীতকালীন বিভিন্ন রকমের প্রায় ৭০-৭০ ধরনের পিঠা পুলি নিয়ে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এই পিঠা উৎসবে ১৬টি স্টলে বেশ রমরমা সাজে সজ্জিত করে ভিন্ন সব পিঠা-পুলির আয়োজনে উপচে পড়া ভিড় জমে। এ পিঠা উৎসব যেন স্থানীয়দের কাছে মিলনমেলার এক মেলবন্ধন। প্রতিবছরই পিঠা উৎসবের এই দিনটিতে নবীন প্রবীনদের মিলন মেলায় পরিণত হয়।
পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান। এসময় তিনি বলেন, এই শীতকালীন পিঠা উৎসব মানে ভিন্ন মাত্রার একটি আয়োজন। আমি আসলেই এরকম অনুষ্ঠানে আসতে পেরে খুবই আনন্দিত। এখানে অনেক রকম পিঠা তৈরি করেছে, এর মধ্যে ভাপা পিঠা, রস পিঠা, সরা পিঠা পাটিসাপটা পিঠা, শীতকালীন এসব পিঠা আসলেই খুব মজাদার।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরুর মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ ছাত্তার, জি এম (কৃষি) আশারাফুল আলম ভূঁইয়া ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আল ফারুক ওমর শরিফ গালিব। এসময় আরও উপস্থিত ছিলেন কেরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সহকারী শিক্ষক রাসেল আহমেদ শাওন, রাশেদুজ্জামান রাশেদসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ফারুক আহম্মেদ। দর্শনা কেরু উচ্চ বিদ্যালয় চত্বরে পৌষ পিঠা পার্বন উৎসবে ১৬টি পিঠার স্টল বসে। এ উৎসবে শত শত নবীন-প্রবীণ ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ স্থানীয় সুধীজনদের প্রাণবন্ত উপস্থিতে মিলন মেলায় পরিণত হয়।
দর্শনা অফিস